Thursday, September 2, 2021

Class 10 History Suggestion 2022 chapter wise with answer in Bengali- Madhyamik News Ray

 

 মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ (2021) 

 ইতিহাসের ধারনা 

বিভাগ-ক 

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
1.ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন- মুন্সি প্রেমচাঁদ
2.সত্তর বৎসর’গ্রন্থটি যাঁর জীবনকে অবলম্বন করে রচিত তিনি হলেন- বিপিনচন্দ্র পাল
3.ভারতে ফুটবল খেলার প্রচলন করেন-ইংরেজরা
4.সাধারণ মানুষ-এর সামাজিক জীবন নিয়ে ইতিহাসচর্চা শুরু হয়- ১৯৬০ খ্রিস্টাব্দে
5.মোহনবাগান আই এফ এ শিল্ড জয়লাভ করে-১৯১১ খ্রিস্টাব্দে
6. ভারতে খেলার ইতিহাসের সূত্রপাত হয়-১৯৮৮ খ্রিস্টাব্দে
7. ভারতে প্রথম চলচ্চিত্র প্রদর্শন হয়।- বোম্বাইতে
8.ভারতে রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা করেন-১৯৮২ খ্রিস্টাব্দে
9.কোন ভারতীয় ক্লাব প্রথম পাঁচ বছর কলকাতা ফুটবল লিগে জয়ী হয়?-মহামেডান স্পোটিং
10. বেঙ্গলি থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়?-১৮৭৫ খ্রিস্টাব্দে
11.ভারতের প্রাচীনতম গুহাচিত্র-ভীমবেটকা
12. নবান্ন’ নাটকটির লেখক কে?-বিজন ভট্টাচার্য
13.ভারতে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম কী?-রাজা হরিশচন্দ্র
14-রাজা হরিশচন্দ্র’ ছবিটির পরিচালক কে ছিলেন?- দাদাসাহেব ফালকে
15. কোন ভারতীয় চিত্রপরিচালক অস্কার পুরস্কার পান?-সত্যজিৎ রায়
16.ভারতে ঘোড়ার পিঠে ডাক প্রবর্তন করেন।-শেরশাহ
17. আদিনা মসজিদ কোথায় অবস্থিত?-পাণ্ডুয়াতে
18.প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক হলেন- চরক
19.শ্রীরামপুর শহরটি কারা প্রতিষ্ঠা করেন?- ইংরেজরা
20.পরিবেশের ইতিহাসচর্চার সূত্রপাত হয় কোন্ দেশে?-আমেরিকাতে
21.সত্তর বৎসর কোন পত্রিকাতে প্রথম ছাপা হয় ?-প্রবাসী
22.জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?-রবীন্দ্রনাথের
23.জীবনস্মৃতি’ প্রথম প্রকাশিত হয়।-১৯১২ খ্রিস্টাব্দে
24.সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হল-জীবনের ঝরাপাতা
25.বঙ্গদর্শন’ পত্রিকাটি কখন প্রথম প্রকাশিত হয়?- ১৮৭২ খ্রিস্টাব্দে
26.বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?-বঙ্কিমচন্দ্র
27.সোমপ্রকাশ’ পত্রিকাটি কখন প্রথম প্রকাশিত হয়?-১৮৫৮ খ্রিস্টাব্দে
28. সোমপ্রকাশ’ পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন- দ্বারকানাথ বিদ্যাভূষণ

বিভাগ-খ 

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
1.সামরিক ইতিহাসচর্চা প্রথম কোথায় শুরু হয় ? উত্তরঃ ইংল্যান্ডে
2.দুটি ভারতীয় খেলার নাম লেখো। উত্তরঃ দাবা, পাশা
3.কৃয়নগর ও চন্দননগরের বিখ্যাত খাবারগুলির নাম লেখো। উত্তরঃ কৃষ্ণনগর-সরপুরিয়া, চন্দননগর-জলভরা সন্দেশ
4.ভারতে প্রথম রেলপথ কবে চালু হয়?  উত্তরঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে
5.প্রাচীন ভারতের দুটি গুহাচিত্রের নাম লেখো।  উত্তরঃ অজন্তা ও ইলোরা
6.শুশ্রুত ও ধন্বন্তরি কে ছিলেন?  উত্তরঃ প্রাচীন ভারতের চিকিৎসক
7.বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ? উত্তরঃ সমাচার দর্পণ























No comments:

Post a Comment

📚हरिशंक हरिशंकर परसाई द्वारा रचितकहनी 'भोलाराम का जीव' का सारांश अपने शब्दों में लिखें।

📚हरिशंक हरिशंकर परसाई द्वारा रचितकहनी 'भोलाराम का जीव' का सारांश अपने शब्दों में लिखें।  ✍️ भोलाराम को मरे 5 दिन बीत गये। पर, यमदू...