Saturday, November 19, 2022

political science question paper suggestion for 2023 in Bangla version

PART-A
2023
POLITICAL SCIENCE
(New Syllabus)
Total Time: 3 Hours 15minutes 

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
Full Marks: 80
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। 2.বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।।

Instructions to the Candidates: 1. Special credit will be given for answers which are brief and to the point. 
2. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.

বিভাগ-ক / PART A

(Marks: 40)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )

(i) ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। 2+6

অথবা 

বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী ? জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। 3+5

(ii) উদারনীতিবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
অথবা 
কাল মার্কস এর ইতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা কর।।


(iii)ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 8

অথবা

ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো।
                                   5+3

(iv) ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
                                  5+3
অথবা

ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। 8

(v) পার্লামেন্টের উভায়কাক্ষের সংবিধানিক সম্পর্ক আলোচনা করো। 8
অথবা, লোকসভার অধ্যক্ষের কার্যাবলী আলোচনা করো।8

PART-B

(Marks: 40)

1.বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (i) মিশরের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন –
: 1x24=24

(a) নাসের
(b) টিটো
(c) সুকর্ণ
(d) জওহরলাল নেহরু

(ii) দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন্ শক্তি বা জোট জয়লাভ করেছিল?

(a) অক্ষশক্তি
(b) মিত্রশক্তি
(c) ন্যাটো জোট
 (d) ওয়ারশ জোট

(iii) ইটালি ও জাপানের সঙ্গে কমিন্টার্ন বিরোধী চুক্তি কে স্বাক্ষর করেছিলেন?

(a) হিটলার
(b) মুসোলিনি
(c) লেনিন
(d) ট্রটস্কি



(iv) দক্ষিণ এশিয়ার অবাধ বাণিজ্যচুক্তি হল-

(a) SAFTA
(b) SAARC
(c) ASEAN
(d) SAPTA

(v) সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল—---------খ্রিস্টাব্দে।

(a) 1962
(b) 1964
(c) 1972
(d) 1974

(vi) জাতীয় স্বার্থের বাস্তববাদী প্রবক্তা হলেন- 
(a) মরগ্যান থাউ 
(b) লাসওয়েল
(c) গুডরিচ
(d) ফ্রাঙ্কেল

(vii) 'সম্মিলিত জাতিপুঞ্জ দিবস' পালিত হয়-

(a) 24 অক্টোবর 
(b) 25 অক্টোবর
(c) 27 অক্টোবর
(d) 31 ডিসেম্বর

(viii)UNO-র মহাসচিবের কার্যকাল হল_______বছর।
(a)3
(b) 5
(c) 7
(d) 9

(ix) সাধারণ সভাকে 'বিশ্ব বিবেকের কণ্ঠস্বর' বলেছেন-
(a) ফ্রাঙ্কেল
(b) মরগ্যান থাউ
 (c) অস্টিন
(d) গেটেল

(x) UNO-র জন্মলগ্নে সদস্যসংখ্যা ছিল
(a) 50
(b) 51
(c) 55
(d) 59

(xi) পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন—

(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) লোকসভার স্পিকার 
(d) উপরাষ্ট্রপতি

(xii) 'স্বেচ্ছাধীন ক্ষমতা' ভোগ করেন—
(a) রাষ্ট্রপতি
(b) রাজ্যপাল
(c) প্রধানমন্ত্রী
(d) মুখ্যমন্ত্রী

(xiii) রাজ্যসভার সভাপতি হলেন—
(a) প্রধানমন্ত্রী
(b) রাষ্ট্রপতি
(c) উপরাষ্ট্রপতি
(d) স্পিকার

(xiv) স্বাধীন ভারতে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। খ্রিস্টাব্দে—
(a) 1950
(b) 1952
(c) 1953
(d) 1954

(xv) ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হল-
 (a) রাজ্যপাল
 (b) রাষ্ট্রপতি
  (c) প্রধানমন্ত্রী
  (d) সুপ্রিম কোর্ট

(xvi)হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন—
 (a) প্রধানমন্ত্রী
(b) রাজ্যপাল
(c) রাষ্ট্রপতি
(d) উপরাষ্ট্রপতি

(xvii) মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট
________টি লেখ জারি করতে
পারেন। 
(a) 4
(b) 7
(c) 5
(d) 6

(xviii) ভারতে লোক আদালতের যাত্রা শুরু হয়___খ্রিষ্টাব্দে 

(a) 1980
(b) 1981
(c) 1982
(d)1983
(xix)ক্রেতা আদালতের ____ টি স্তর আছে।
(a) 2
(b) 3
(c) 4
(d) 5

(xx) শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের ____ নম্বর ধারায়।
(a) 35
(b) 32
(c) 30
(d) 31

( xxi) কলকাতা কর্পোরেশনের প্রধানকে বলা হয়-

(a) কমিশনার
(b) কাউন্সিলার
(c) চেয়ারম্যান
(d) মেয়র

(xxii) পশ্চিমবঙ্গ পৌর বিল পাশ হয়_____ খ্রিস্টাব্দে।

(a) 1991
(b) 1992
(c) 1993
(d) 1994

( xxiii) গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন-
(a) বি.ডি.ও
(b) এস.ডি.
(c) সভাপতি
(d) প্রধান

(xxiv) 'পঞ্চায়েতিরাজ' ধারণার স্রষ্টা হলেন-
(a) গান্ধিজী
(b) নেহরু
(c) ইন্দিরা গান্ধী
(d) সুভাষচন্দ্র বসু

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1x16-16

(i) 'ঠান্ডা লড়াই' শব্দটি প্রথম কে প্রয়োগ করেন?
(ii) 'NAM'- এর পুরো কথাটি কী? অথবা, 'পেরেস্ত্রৈকা' ও 'গ্লাসনস্ত' নীতি দুটির স্রষ্টা কে?
(iii) কোন্ কোন্ রাষ্ট্রপ্রধানের মধ্যে 'অনাক্রমণ চুক্তি' স্বাক্ষরিত হয়? অথবা, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল ?
(iv) বিদেশনীতির প্রধান উদ্দেশ্য কী?
(v) কে প্রথম সার্ক গঠনের প্রস্তাব দেন?
অথবা, ‘SAFTA’ বলতে কী বোঝো?
(vi) ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ কী?
অথবা, GATT-এর সম্পূর্ণ কথাটি কী?
(vii) বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত ?
 (viii) সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব' কত খ্রিস্টাব্দে গৃহীত হয়?
(ix) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির মোট সংখ্যা কতজন?
(x) সম্মিলিত জাতিপুঞ্জের যে-কোনো একটি এজেন্সির নাম লেখো।
(xi) ভারতের প্রথম নাগরিক কাকে বলে?
অথবা, ভারতের আইন বিভাগের মুখ্য আধিকারিক কে?
(xii) রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ করো।
অথবা, রাজ্য মন্ত্রীসভায় কয় প্রকার মন্ত্রী দেখা যায়?
(xiii) ট্রাইব্যুনাল কী?
(xiv) ভারতের সুপ্রিম কোর্টের দুটি লেখ উল্লেখ করো।
অথবা, ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন আদালতের নাম লেখো।
(xv) পৌরসভার দুটি কমিটির নাম লেখো।
(xvi) জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম লেখো। অথবা, পৌরসভার দুটি বাধ্যতামূলক কাজের উল্লেখ করো।

No comments:

Post a Comment

📚हरिशंक हरिशंकर परसाई द्वारा रचितकहनी 'भोलाराम का जीव' का सारांश अपने शब्दों में लिखें।

📚हरिशंक हरिशंकर परसाई द्वारा रचितकहनी 'भोलाराम का जीव' का सारांश अपने शब्दों में लिखें।  ✍️ भोलाराम को मरे 5 दिन बीत गये। पर, यमदू...